close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বহরু হাসেমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন..

আই নিউজ বিডি avatar   
আই নিউজ বিডি
বহরু হাসেমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিংপ্রতিবেদন: মোমিন আলি লস্কর ও মঞ্জুর আলম 

স্থান: বহরু, জয়নগর ১ নম্বর ব্লক, দক্ষিণ ২৪ পরগণাজী, জয়নগর সেন্টারের ..

 

বহরু হাসেমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার ট্রেনিংপ্রতিবেদন: মোমিন আলি লস্কর ও মঞ্জুর আলম 

সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষায় অগ্রসর করার লক্ষ্যে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করল বহরু হাসেমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার উদ্যোগে এবং জাতীয় কম্পিউটার শিক্ষা পরিষদ, বহরু ব্রাঞ্চ-এর পরিচালনায় কোর্স ফি ছাড়াই একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে এই ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন বহরুক্ষেএ গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মতিবুর রহমান লস্কর বলেন,

> “এই কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের গ্রামের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোর্স ফি ছাড়া এমন একটি উদ্যোগ আমাদের গর্বিত করে। আমি এই সোসাইটির পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

 

সংস্থার সম্পাদক আব্দুল হক গাজী বলেন,

> “২০১৩ সাল থেকে আমরা মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সমাজসেবামূলক কাজ করে আসছি। আমাদের মূল লক্ষ্য হলো—সমাজের পিছিয়ে পড়া অংশকে শিক্ষার মাধ্যমে মূলস্রোতে আনা।”

 

তিনি আরও জানান, এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সহ নানা সফটওয়্যারের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সরকার স্বীকৃত সার্টিফিকেট পাবে, যা রাজ্য, কেন্দ্র এবং আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণযোগ্য হবে।

প্রতিদিন দু’টি ব্যাচে (সকাল ও বিকেল) ক্লাস হবে, যার মোট দৈর্ঘ্য ৫ ঘণ্টা। প্রায় ১০০ জন শিক্ষার্থী বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সহায়তা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

কম্পিউটার সেন্টারের ডিরেক্টর আমিরুল ইসলাম হালদার

সংস্থার সভাপতি শফিকুল গাজী

জয়নগর চক্ষু হাসপাতালের ইনচার্জ সাজিত আহমেদ

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিশেষ আকর্ষণ হিসেবে, কোর্স শেষে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
পিছিয়ে পড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হাসিমপুরে এই ধরনের উদ্যোগে অভিভাবকরা অত্যন্ত খুশি এবং আশাবাদী যে তাঁদের সন্তানরা নতুন দিগন্তে পৌঁছাবে।

कोई टिप्पणी नहीं मिली