close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভরাডোবায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম দুলু এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ, যুবদল নেতা আনছারুল ইসলাম সবুজ, ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাহাবুদ্দিন, সেলিম তরফদার, আফতাব উদ্দিন আতিক, শ্রমিক নেতা মতিউর রহমান মতিন, মোসলেম উদ্দিন, ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাঠের চরা জাবালে নূর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা শহিদ উল্লাহ। দোয়া মাহফিল শেষে স্থানীয় একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

Walang nakitang komento