close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভরাডোবা ইউনিয়ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সভায় জনাব মো: আব্দুর রশিদ আকন্দ সভাপতি, জনাব মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং জনাব মো: শামসুল হক কাজল মাস্টার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভরাডোবা ইউনিয়ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। সভায় জনাব মো: আব্দুর রশিদ আকন্দ সভাপতি, জনাব মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং জনাব মো: শামসুল হক কাজল মাস্টার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনরা তাদের আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের নেতৃত্বে ভরাডোবা ইউনিয়নে শিক্ষার আলো আরও প্রসারিত হবে বলে সকলেই প্রত্যাশা করছেন।

নির্বাচনের পর নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, "শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভরাডোবা ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও সুশিক্ষা বিস্তারে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

নবনির্বাচিত সভাপতি জনাব মো: আব্দুর রশিদ আকন্দ তার বক্তব্যে বলেন, "আমরা সকলের সহযোগিতায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সমিতির সদস্যদের অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করব।"

সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সমর্থন কামনা করেন। সহ-সভাপতি জনাব মো: শামসুল হক কাজল মাস্টার শিক্ষক-কর্মচারীদের একতা অটুট রাখার আহ্বান জানান।

Aucun commentaire trouvé