ভরাডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা আশিকুর রহমানের..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আশিকুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি যুক্ত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে এবং ক্যাম্পাসে সাহসী নেতৃত্ব ও শিক্..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভরাডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের উদীয়মান নেতা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান। তরুণ, শিক্ষিত ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ এই নেতা ইতোমধ্যেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় এক মুখ হয়ে উঠেছেন।

আশিকুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি যুক্ত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে এবং ক্যাম্পাসে সাহসী নেতৃত্ব ও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের জন্য পেয়েছেন প্রশংসা।

বর্তমানে তিনি ভরাডোবা ইউনিয়নে যুবদলের নেতৃত্ব দিয়ে সক্রিয়ভাবে জড়িত আছেন নানা রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, বেকার যুবকদের মোটিভেশন ও কর্মসংস্থান সৃষ্টিতে তার ভূমিকা উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে আশিকুর রহমান বলেন, "আমি রাজনীতি করি মানুষের কল্যাণে, দলের আদর্শে এবং দেশের ভবিষ্যতের জন্য। একজন তরুণ, শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে জনসেবা। আমি চাই ভরাডোবা ইউনিয়ন হোক একটি মডেল ইউনিয়ন-যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমান উন্নয়নের নিশ্চয়তা।"

তার এই ঘোষণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ প্রজন্ম আশিকুর রহমানের সাহসী উদ্যোগ ও নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে ভরাডোবা ইউনিয়নে নতুন এক দিগন্তের সূচনা হবে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "আশিকুর রহমান শিক্ষিত, ভদ্র, সৎ এবং কাজ করতে আগ্রহী একজন তরুণ নেতা। আমরা এমন কাউকেই চাই যিনি আমাদের কথা বুঝবেন, পাশে থাকবেন এবং সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন।"

ভরাডোবা ইউনিয়নে এখন নতুন নেতৃত্বের প্রত্যাশা নিয়ে মানুষের মধ্যে একধরনের আশাবাদ বিরাজ করছে, আর সেই আশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আশিকুর রহমান। আগামী নির্বাচনে তার ভূমিকা এবং জনসমর্থন এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে।

コメントがありません