আমরা এমন এক জাতি, আমাদের মধ্যে সততা, মানবতা, ধর্মীয় অনুভূতি ও ধর্মপ্রীতি কিছুই নেই। আমরা স্বার্থপর,ইতর ও কাপুরুষ। বর্বর ও হিংস্র হয়ে গেছি। সামান্য স্বার্থের লোভে পড়ে নিজের ঈমান আমল ও মানবতার কথা ভুলে যাই।
যেমন আমরা নির্বাচনের সময় দলীয় সুবিধা ভোগ করার চিন্তা করি। অনেকে তো টাকা খেয়ে ভোট বিক্রি করে দেয়। আমরা একথা চিন্তা করিনা যে, এদল ক্ষমতা পেলে কী করবে? আমরা যদি চিন্তা করতাম তাহলে ঘুরে ফিরে আবার আওয়ামী লীগ বা বিএনপিকে সমর্থন দিতে পারতাম না। অথচ আমরা দিয়ে যাচ্ছি।
যদিও আমরা এই দুই দল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি ছাড়া কিছুই পাইনি।
এখন যেদল ক্ষমতা দখল করবে সে দল আবার সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি উপহার দিবে এটাই স্বাভাবিক। কারণ, আমরা বারবার দেখেছি এ দেশের রাষ্ট্র ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন সব দলীয় সরকারের অধীনে চলে। আশ্চর্যের বিষয় হলো বর্তমানে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। ক্ষমতা না পেয়েও রাষ্ট্র ব্যবস্থাকে অকৃতকার্য করার পাঁয়তারা চলছে। আর এমন অবস্থা যখন চলত থাকবে তখন সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠবে। কারণ, যে যত বড় অপরাধ করুক না কেন পার পেয়ে যায়।
তাই এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
نظری یافت نشد