close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভোট দিন আর না দিন জনগনের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

Mahmudul hasan jony avatar   
Mahmudul hasan jony
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলা..

 

জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় সেটার দায়িত্ব বিএনপির। ভোট দিন আর না দিন, বিএনপি জগণের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলমগীর বলেন, নির্বাচন চায় সবাই কারণ একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করা যায়। যারা আমাদের সবার সরকার হবে। ভোট হবে যেখানে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। গত ১৫ বছর সৈরাচার আওয়ামীলীগ জনগণকে ভোট দিতে দেয় নি।

বিগত সরকার মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। দীর্ঘ ১৫ বছর  মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির প্রতিটি নেতাকর্মী। হিন্দু হউক মুসলিম হোক, বিএনপি হউক আর আওয়ামীলীগ হউক, আর কোন মিথ্যা মামলা চাই না। সুবিচার চাই ন্যায়বিচার চাই।

তিনি এ সময় অভিযোগ করেন, দেশে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ বাধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে, সেই ফায়দা নিতে দেয়া হবে না। বিভাজন বাদ দিয়ে শান্তির দেশ গঠনের আহ্বান জানান।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যায় যে করবে তার বিষয়ে আপস নেই। অপরাধী যে দলেরই হউক অন্যায় করলে ছাড় নয়। অন্যায় করলে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

Walang nakitang komento