close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে-তারেক রহমান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিএনপির আগামী দিনের রাজনীতির মূল অঙ্গীকার হবে। তিনি আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দি..

মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় এবং বিএনপি কর্মসংস্থানভিত্তিক রাজনীতির মাধ্যমে সেই পরিবর্তন আনতে চায় । “আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করে জনগণের বিশ্বাস অর্জন করতে চাই।”

তিনি বলেন , দেশের জনশক্তিকে আশীর্বাদে পরিণত করতে পারলেই উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য প্রয়োজন  সাহস ও সততার সঙ্গে প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে এগিয়ে যাওয়া ।

প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে বাংলাদেশকেও যুগোপযোগী হতে হবে। এজন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির জনমুখী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক দিক সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

No comments found