শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের প্রধান সড়কটি বর্তমানে মারাত্মক বেহাল অবস্থায় রয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সড়কটি ভোমরা কাস্টমস অফিসের মোড় থেকে ভোমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত, যা ভোমরা স্থলবন্দর থেকে চৌবাড়িয়া, শ্রীরামপুর, কুলিয়া আশু মার্কেটে যাওয়ার প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়।
স্থানীয় স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্যও এই সড়কটি একটি বিপজ্জনক পথে পরিণত হয়েছে। তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করে। ব্যবসায়ীরা তাদের আমদানি-রপ্তানি করা পণ্য এই সড়ক দিয়ে স্থানান্তর করেন, যা ট্রাক ড্রাইভারদের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ভোমরা কাস্টমস অফিস মোড় থেকে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস পর্যন্ত সড়কটি একেবারেই অনুপযুক্ত হয়ে পড়েছে।
বিভিন্ন সূত্র জানায় যে, এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী বারবার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি ভোমরা কাস্টমস সি এন্ড এফ কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন নিজ উদ্যোগে কয়েক ট্রাক বালু ও পাথর দিয়ে সড়কটি সংস্কার করেছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরকার প্রতি মাসে ভোমরা স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও সড়কটির প্রতি কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয়দের মতে, সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন ও এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা বা দুর্গম পরিস্থিতি সৃষ্টির আগে সড়কটির দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করছে।