সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা-ঢাকা’র সভাপতি ও ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মুজিবুর রহমান, মাইলস্টোন হোমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম আল হেলাল, ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবু নোমান মো. আব্দুল বাছেদ, ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য যথাক্রমে আব্দুর রহমান, এনামুল হক, ফজলুর রহমান মিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, "সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ভয়েস অব ফাউন্ডেশন মানবিক মূল্যবোধ থেকে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকবে।



















