ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে, আদতে হলো পাকিস্তান : স্বাধীন খসরু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Popular actor Swadhin Khosru has sparked fresh controversy with his latest video, saying: “I thought this country would be America, but it turned out to be Pakistan.” Social media flooded with mixed r..

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরুর নতুন ভিডিও বার্তায় তুমুল বিতর্ক। বললেন—ভেবেছিলাম দেশটা আমেরিকা হবে, আদতে হলো পাকিস্তান।” মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়, সমর্থন ও সমালোচনায় মুখর অনুরাগীরা।

 জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু আবারো আলোচনায়। একসময় টেলিভিশন নাটকের পর্দা কাঁপানো এ অভিনেতা এখন আর নিয়মিত অভিনয়ে নেই। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি এবং প্রায়ই নিজের মতামত ও আবেগ প্রকাশ করে থাকেন। তার নতুন পোস্টকে ঘিরে আবারো উত্তাল আলোচনা শুরু হয়েছে।

গত রবিবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন স্বাধীন খসরু। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“হারানো স্মৃতি, পুরনো মোমবাতি, শুধু এক দীর্ঘশ্বাস। ভাবছিলাম দেশটা আমেরিকা হয়ে যাবে, আদতে হইলো পাকিস্তান। আফসোস! আফসোস!”

অভিনেতার এই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে একই কথা লিখে তিনি দর্শক ও অনুরাগীদের সেটি শেয়ার করারও আহ্বান জানান।

তার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে স্বাধীন খসরুর বক্তব্যকে দেশের বাস্তবতার প্রতিচ্ছবি মনে করছেন। একজন মন্তব্য করেন—“পাকিস্তান হতে দিব না ইনশাল্লাহ।” আবার অন্য এক অনুরাগী লিখেছেন—“সঠিক বলছেন ভাই।” তবে অনেকেই অভিনেতার সমালোচনাও করেছেন। কেউ লিখেছেন—“বিদেশে বসে যেমন দেশপ্রেমিক সাজা যায় না, তেমনি বাংলাদেশকে যারা যা-ই বলুক, পরিবর্তন হবে না।

স্বাধীন খসরুর এ ধরনের মন্তব্য নতুন নয়। সম্প্রতি এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অনেকে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে অনুরাগীদের কাছে ক্ষমা চান অভিনেতা।

গত শুক্রবার রাতে ফেসবুকে “অনুশোচনা” শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন—
“গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।”

অভিনেতার এই পোস্টের পরও বিতর্ক থামেনি। নতুন ভিডিও বার্তায় দেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করায় সমালোচনা আরও জোরদার হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, স্বাধীন খসরু হয়তো হতাশা থেকে এমন মন্তব্য করেছেন। তবে জনপ্রিয় একজন শিল্পী হিসেবে তার বক্তব্য কোটি মানুষের কাছে পৌঁছে যায়, তাই মন্তব্য করার ক্ষেত্রে তাকে আরও সতর্ক হওয়া উচিত।

অন্যদিকে তার অনুরাগীদের একটি অংশ মনে করছেন, স্বাধীন খসরু যা বলেছেন, সেটি বাস্তবতার প্রতিচ্ছবি। তারা মনে করেন, দেশ বর্তমান পরিস্থিতিতে উন্নত রাষ্ট্রের আদর্শ থেকে অনেক দূরে সরে যাচ্ছে।

যা-ই হোক, একসময়কার দর্শকপ্রিয় এই অভিনেতা আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তার ভিডিও ঘিরে চলমান বিতর্ক থামার কোনো লক্ষণ আপাতত নেই। সমালোচনা আর সমর্থনের এই টানাপোড়েনে স্বাধীন খসরু রয়ে গেছেন দেশজুড়ে আলোচিত নাম হিসেবে।

No comments found