close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভারতের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হতে আগ্রহী প্রকাশ করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এর আগে বিসিসিআইয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।..

সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। তিনি বলেন, ‘অবসর নেওয়ার পর কিছু দায়িত্ব পালন করেছি। সিএবির সভাপতি হয়েছি। বিসিসিআই সভাপতি হয়েছি। তখন সময় পাইনি। জানি না ভবিষ্যতে কী হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।’

বর্তমানে ভারত দলের কোচের দায়িত্বে আছেন গৌতম গম্ভীর। তবে তাকে সরানোর পক্ষে নন তিনি। তিনি বলেন, সৌরভ ভালো কাজ করছে। শুরুটা হয়তো দারুণ হয়নি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে। এই সিরিজটা গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

তিনি আরো উল্লেখ করেন, ‘খুব কাছ থেকে তো দেখিনি। তবে ক্রিকেট নিয়ে গম্ভীর ভীষণ আবেগপ্রবণ। একসঙ্গে কাজ করিনি। তাই ওর কৌশল সম্পর্কে বলা সম্ভব নয়। একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মানুষ হিসেবে গম্ভীর দুর্দান্ত। আমাকে বা দলের সিনিয়রদের শ্রদ্ধা করত৷ '

কোচ হিসেবে গম্ভীরকে আরো দীর্ঘ সময় দেওয়ার পক্ষে সৌরভ৷ তিনি বলেন, ‘গম্ভীরকে একই রকম আবেগপ্রবণ মনে হচ্ছে। একদম সোজাসাপ্টা। সব ব্যাপারে স্বচ্ছ। সমাজ, দল, ক্রিকেটার— সব বিষয়ে কথা বলে। বাইরে থেকে দেখে মনে হয় খুব সোজাসাপ্টা মানুষ। ওর জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। সকলের মতো গম্ভীরও শিখবে এবং এগিয়ে যাবে।’

সৌরভ এখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রিকেট কমিটির প্রধান। আইপিএলেদিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত আছেন। দরকার পরলে জাতীয় দলের কোচিং দায়িত্ব নিতেও প্রস্তুত আছেন তিনি।

Geen reacties gevonden


News Card Generator