জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ২৬ জন সাধারন মানুষ নিহত হয়। সবচেয়ে বড় হামলাটি হয় পাঞ্জাবের আহমেদপুর শারকিয়ায়, যেখানে এক মসজিদে ক্ষেপণাস্ত্র আঘাতে পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে একটি শিশু রয়েছে।
মুজাফফরাবাদ, কোটলি, মুরিদকে, ও বাঘ এলাকাতেও হতাহতের খবর মিলেছে। মসজিদ ধ্বংস হলেও মনোবলে ভাঙন ধরেনি স্থানীয়দের। পুলিশের বাধা সত্ত্বেও মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত মসজিদে ফজরের নামাজ আদায় করেন।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ৮ মে।