ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে কুমিল্লার একটি হত্যা মামলার আসামি শেখ তাইসুখ ইসলাম (২২) গ্রেপ্তার হয়েছেন।
আজ সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুরের সোনালী জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের অফিসার তারেক জানান, শেখ তাইসুখ পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশনের সার্ভারে তথ্য যাচাইয়ের সময় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানা যায়। পরে তাকে গ্রেপ্তার করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।