close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভারত থেকে বাংলাদেশি যুবকের নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি..

Bidhan Das avatar   
Bidhan Das
****

জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রুহিয়া মানিকখাড়ি এলাকার বাসিন্দা মো. মিঠুন (২২) পাড়ি জমান পার্শ্ববর্তী দেশ ভারতে। সবই ঠিকঠাকই চলছিল। কিন্তু
মিঠুনকে জিম্মি করে অমানুষিক নির্যাতনের ভিডিও আজ মঙ্গলবার সকালে পাঠিয়ে তাদের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এতে অপহৃতদের পরিবারে চলছে আহাজারি।

অপহরণকারীরা নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ২ লাখ  টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দিয়েছে তারা।

ভারতে জিম্মিদশায় পড়া যুবক মিঠুনের বাবা আব্দুর রউফ বলেন, মিঠুন কয়েক বছর ধরে ভারতের পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েক দিন হল  মিঠুনের সাথে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। আজ মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে ফোন আসে। ২ লাখ টাকা না দিলে তারা মিঠুনকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এত টাকা কোথায় পাব জানি না। আমার ছেলেকে ফিরে পেতে চাই।

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, অপহরণকারীরা বাংলায় কথা বলছে। তার মানে তারা বাংলাদেশি। অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণের টাকা দাবি করেছে। তবে পরিবারগুলোর পক্ষে টাকা পরিশোধের সামর্থ্য না থাকায় তাদের জীবন এখন হুমকির মুখে। সরকার যেন দ্রুত উদ্ধারের পদক্ষেপ নেয় এই আহ্বান জানাই আমরা।

মিঠুনের মা আয়েশা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যেভাবেই হোক, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনুন’। তিনি আরও জানান, ভিডিওটিতে মিঠুনকে চরমভাবে ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল। অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারা ভারতের কাশ্মীর অংশে কাজ করতেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

অপহৃত মিঠুনকে উদ্ধারে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবারের সদস্যরা।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযোগ দিলে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখব, এতে বাংলাদেশের কেউ জড়িত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হবে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Keine Kommentare gefunden