close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভাণ্ডারিয়ায় মাদক মামলায় গ্রেপ্তার যুবক

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়

মোঃ মাসুদ সরদার (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি ভাণ্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ সরদার শুধু মাদক ব্যবসার সঙ্গেই নয় অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা। মাসুদ সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এসআই মৃগাংক শেখর তালুকদার জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের স্যারের নির্দেশে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

कोई टिप्पणी नहीं मिली