ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, আলহাজ্ব মোর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু এবং শহিদুল ইসলাম শহিদ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি প্রানবন্তভাবে সম্পন্ন হয় এবং শেষে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।