close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় মাদক-জুয়া দমন অভিযানে জনসাধারণের সহায়তা চান ওসি হুমায়ুন কবীর..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
হুমায়ুন কবীর উপজেলার সর্বস্তরের মানুষকে মাদক ও জুয়া-বিরোধী অভিযানে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “মাদক ও জুয়া সমাজ ধ্বংসের সবচেয়ে বড় দুটো ছিদ্র।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা মডেল থানার নবনিযুক্ত অফিসার-ইন-চার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর উপজেলার সর্বস্তরের মানুষকে মাদক ও জুয়া-বিরোধী অভিযানে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “মাদক ও জুয়া সমাজ ধ্বংসের সবচেয়ে বড় দুটো ছিদ্র। এগুলো বন্ধ করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

ওসি হুমায়ুন কবীরের ব্যক্তিগত মোবাইল ০১৩২০-১০৩২৯৫ নম্বর এবং থানার সামাজিক যোগাযোগমাধ্যম ইনবক্স—দুটির যেকোনো মাধ্যমে তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তথ্যদাতা ব্যক্তির পরিচয় সর্বোচ্চ গোপনীয় থাকবে বলে তিনি আশ্বাস দেন।

কয়েক সপ্তাহ আগে ভালুকা মডেল থানার দায়িত্ব নেওয়ার পরই ওসি হুমায়ুন কবীর মাদক, জুয়া, অবৈধ অস্ত্র ও চোরাই গাড়ি দমনে ‘শূন্য সহনশীলতা’ নীতি ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই যৌথ অভিযান চালিয়ে মাদকের চালান জব্দ ও জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভালুকা উপজেলায় কিশোর-যুবকদের মধ্যে অনলাইন জুয়া ও মোবাইল গেমিং-ভিত্তিক বাজি সাম্প্রতিক মাসগুলোতে বাড়ছে; পাশাপাশি মাদকের চোরাচালান নিয়ে উদ্বেগ রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করেছে পুলিশ।

ওসি হুমায়ুন কবীর বলেন, “আমরা আইনি প্রক্রিয়ায় কঠোর হব; তবে মাদক ব্যবসার শিকড় উৎপাটন করতে হলে পাড়া-মহল্লায় সবার চোখ-কান খোলা রাখতে হবে। সন্দেহজনক কিছু দেখলেই ফোন করুন বা বার্তা পাঠান।”

לא נמצאו הערות