ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গত বছর যেখানে ভালুকা উপজেলায় আউশ ধান প্রায় বিলীন হওয়ার পথে ছিল, সেখানে এ বছর দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। প্রণোদনা, রাজস্ব খাত, বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলেই আউশ ধানে সন্তোষজনক ফলন এসেছে। বিশেষ করে ব্রিধান-৯৮ জাতের (ফলন ৪.৫-৫.২ টন/হেক্টর) ধান পেয়ে কৃষকদের মুখে আনন্দের ঝিলিক।
ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া ব্লকের ভাটগাঁও গ্রামে উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে আজ আউশ শস্য কর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু নাসের মো. মাহফুজুল হক শামীম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান।
এছাড়া উপস্থিত ছিলেন রাংচাপড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোফিজ উদ্দিন।
কর্তন শেষে কৃষকরা জানান, আগের তুলনায় এ বছর আউশ চাষে লাভজনক ফলন হওয়ায় তাদের আগ্রহ বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আগামী বছর আরও বেশি কৃষককে আউশ চাষে সম্পৃক্ত করা যাবে।