ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক অভিযান, সরকারি ঔষধ রেখে ও অর্থ গ্রহণে কারাদণ্ড..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন। অভিযানকালে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, সরকারি ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জনস্বার্থে পরিচালিত এক আকস্মিক অভিযানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন। অভিযানকালে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এসব অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় (সরকারি আদেশ অমান্য) অভিযুক্ত করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দেখা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সেবা গ্রহণে আগত রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করা হচ্ছে। এছাড়া ঔষধের স্লিপ বা বৈধ অনুমোদনপত্র ছাড়াই সরকারি ঔষধ ব্যক্তিগতভাবে সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান, “জনগণের টাকায় কেনা সরকারি ঔষধ কোনোভাবেই ব্যক্তিগত মজুদে রাখা যাবে না। চিকিৎসা সেবার ক্ষেত্রে কেউ যদি অনৈতিক বা অবৈধ কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের খবরে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের তদারকি থাকলে সরকারি স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও স্বচ্ছ হবে।

Tidak ada komentar yang ditemukan