close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকা উপজেলা পরিষদের বাথরুম ব্যবহারের অনুপযোগী, চরম ভোগান্তিতে জনসাধারণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
একজন ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাইরে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মনে হলেও ভেতরের অবস্থা একেবারে সদরঘাটের মতো-ময়লা, দুর্গন্ধ আর তালাবদ্ধ বাথরুম। মানুষের জন্য এই ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত পাবলিক টয়লেটগুলোর অবস্থা এতটাই নাজুক যে, সাধারণ মানুষ সেগুলো ব্যবহার করতে প্রায় অনিচ্ছুক। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে বাথরুমগুলোতে প্রবল দুর্গন্ধ, জমে থাকা ময়লা, সিগারেটের ফেলে রাখা অংশ এবং দীর্ঘদিনের আবর্জনায় তৈরি হয়েছে এক বিষাক্ত ও বিব্রতকর পরিবেশ।

প্রতিদিন ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য উপজেলা পরিষদে আসেন। কিন্তু প্রয়োজনের সময় সুস্থভাবে বাথরুম ব্যবহার করতে না পেরে তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

একজন ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাইরে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ মনে হলেও ভেতরের অবস্থা একেবারে সদরঘাটের মতো-ময়লা, দুর্গন্ধ আর তালাবদ্ধ বাথরুম। মানুষের জন্য এই অবস্থা লজ্জাজনক।”

স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ সময় বাথরুমগুলো পরিষ্কার করা হয় না। একটি বাথরুম তো নিয়মিত তালা বন্ধ অবস্থায় থাকে, আর অন্যগুলো এতটাই নোংরা যে ব্যবহার করা প্রায় অসম্ভব। পুরুষ ও নারী উভয়ের জন্য কোনো নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থা না থাকায় ভোগান্তির মাত্রা আরও বেড়েছে।

বিশেষ করে নারী, বৃদ্ধ এবং দূর থেকে আগত সেবাপ্রার্থীদের জন্য এই সমস্যা আরও বিব্রতকর হয়ে উঠেছে। অনেকেই বাধ্য হয়ে পার্শ্ববর্তী দোকান বা মসজিদের টয়লেট ব্যবহারের চেষ্টা করেন, যা সবসময় সম্ভব হয় না।

এ বিষয়ে একাধিক সচেতন নাগরিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপজেলা প্রশাসনের মূল ভবন যতটা পরিপাটি, পাবলিক টয়লেটগুলো ঠিক ততটাই অব্যবস্থাপনায় ভরা। এটি শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, উপজেলা পরিষদের সম্মান ও সার্বিক সেবার মানকেও প্রশ্নবিদ্ধ করে।”

জনসাধারণের দাবি-উপজেলা পরিষদের এই অব্যবস্থাপনা অবিলম্বে দূর করে পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য টয়লেট সুবিধা নিশ্চিত করা হোক। স্বাস্থ্যবিধি ও নাগরিক মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিষয়টিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সবাই।

Nenhum comentário encontrado