ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: উচ্ছেদকৃত ফল ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে নির্মিত পৌর ফল মার্কেটে ৩৭টি দোকানে নাম্বারিং করে নির্দিষ্ট স্থানে বসার নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নিজে উপস্থিত থেকে দোকান বরাদ্দ ও স্থান নির্ধারণ কার্যক্রম তদারকি করেন।
পুনর্বাসিত দোকানীদের মাঝে সমন্বয় এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। সেখানে মার্কেট পরিচালনা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক সৌন্দর্য রক্ষায় করণীয় বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “জনস্বার্থে ফুটপাত ও অবৈধ স্থানে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হলেও ব্যবসায়ীদের জীবিকা যাতে ব্যাহত না হয়, সেজন্যই এই পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে নির্ধারিত স্থানে বসে শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, “পৌর মার্কেটটি সবার, তাই এর রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার দায়িত্বও সবার। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে।”
উপস্থিত দোকানদারগণ ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুনভাবে ব্যবসা শুরুর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে মার্কেটের পরিকাঠামো উন্নয়ন, সিসিটিভি স্থাপন এবং প্রয়োজনীয় অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।