বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে তোফাজ্জল হত্যার ঘটনায় ভালুকা মডেল থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামী যুবলীগ নেতা মো. শাহাব উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শাহাব উদ্দিন উপজেলার হাজিরবাজার এলাকার আইনুদ্দিন শেখের ছেলে এবং মল্লিকবাড়ী ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, মডেল থানা পুলিশ গত বুধবার (৯ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে গত বৃহষ্পতিবার দুপুরে (১০ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়। আসামি শাহাব উদ্দিন হাসিনা সরকারের আমলে জমি দখল ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে তোফাজ্জল হত্যা মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, গ্রেফারকৃত শাহাব উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় তোফাজ্জল হোসেন নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে তোফাজ্জল হত্যার ঘটনায় গত ২১ মার্চ ভালুকা মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের নামে একটি হত্যা মামলা (নম্বর-৩৬) দায়ের করা হয়। শাহাব উদ্দিন ওই মামলায় ১১৫ নম্বর।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেফতার..


Tidak ada komentar yang ditemukan