close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ছাউনি স্থাপন, অভিভাবকদের কণ্ঠে কৃতজ্ঞতা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
প্রতিদিন শত শত অভিভাবক সন্তানদের নিতে এসে দাঁড়িয়ে থাকতেন রোদে, বৃষ্টিতে। সরকারি একটি মাত্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের বসার কোনো সুব্যবস্থা এতদিন ছিল না। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হলে, তিনি দ্রুত ছাউনি স..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ভালুকার নাগরিক সেবায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। জনস্বার্থে একের পর এক কার্যকর উদ্যোগ গ্রহণ করে তিনি ভালুকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ১৬ বছর ধরে যে উন্নয়ন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিয়ে আলোচিত হয়েছেন এ জনপ্রশাসক।

ভালুকা বাজারের বহুদিনের যানজট সমস্যা এবং ফুটপাত দখলমুক্ত করতে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে পথচারী-সবাই। পাঁচ রাস্তার মোড়ে যান চলাচলের প্রতিবন্ধকতা দূরীকরণে তার গৃহীত কার্যক্রম এলাকায় স্বস্তি ফিরিয়েছে। এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার মানুষ আগেও অনেকের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন হয়নি। অথচ হাসান আবদুল্লাহ আল মাহমুদ আশ্বাস না দিয়েও কাজ করে যাচ্ছেন নিরবে, নিভৃতে।

তাঁর সদ্য বাস্তবায়িত একটি বিশেষ উদ্যোগ স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবকদের জন্য ছাউনি স্থাপন-যেটি ছিল বহুদিনের দাবি। প্রতিদিন শত শত অভিভাবক সন্তানদের নিতে এসে দাঁড়িয়ে থাকতেন রোদে, বৃষ্টিতে। সরকারি একটি মাত্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের বসার কোনো সুব্যবস্থা এতদিন ছিল না। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হলে, তিনি দ্রুত ছাউনি স্থাপন করে দেন। এতে খুশি হয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবক-দুই পক্ষই।

ভালুকার সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করেন, তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। তার প্রতিটি উদ্যোগ যেন এক একটি ম্যাজিক, যা পরিবর্তন আনছে সরাসরি জনজীবনে। এ কারণেই স্থানীয়ভাবে অনেকেই তাকে “ম্যাজিক ম্যান” নামে আখ্যায়িত করেছেন।

ভালুকার উন্নয়ন কামনাকারী প্রত্যেক নাগরিক তার এ ধরনের উদার, দায়িত্বশীল ও জনবান্ধব আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে কেবিএম তারেকুজ্জামান বলেন,
“আমরা হাসান আবদুল্লাহ আল মাহমুদ স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তিনি আমাদের আশা পূরণ করেছেন, যেটা অন্যরা শুধু আশ্বাস দিয়েই শেষ করেছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি