ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভালুকা উপজেলা শাখার নেতা কৌশিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংগঠনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান বলেন, “বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ডের সেভেন স্টারের সামনে ছাত্রদল নামধারী কিছু সন্ত্রাসী আমাদের নেতা কৌশিকের ওপর নির্বিচারে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে আরেকটি বড় অপারেশনের জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
রিয়াদ পাঠান আরও বলেন, “আমরা শুধু নিন্দা ও প্রতিবাদে থেমে থাকব না। ভালুকায় দীর্ঘদিন ধরে ছাত্রদলের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদের কোনো স্থান দেবে না। এই ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।”
প্রশাসনের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা দাবি করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী জান্নাত ও আসিফকে গ্রেফতার করা হোক। অন্যথায় ভালুকার ১১টি ইউনিয়নে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
কৌশিকের দ্রুত আরোগ্য কামনা করে রিয়াদ পাঠান বলেন, “ভবিষ্যতে যেন আমাদের কোনো ভাই এভাবে নির্মমভাবে আক্রান্ত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসের মুখে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্রদল সবসময় আপনাদের পাশে আছে।”
ভালুকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নামবে ছাত্রদল: ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান..


Không có bình luận nào được tìm thấy