ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঝ দিয়ে যাওয়া পাকা সড়ক স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা জানান, রাস্তা থাকার কারণে স্কুল মাঠ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীরা খেলার উপযোগী পরিবেশ পাচ্ছে না এবং যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। গত রমজানে এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকারও হয়েছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য খন্দকার শানিমুল হাসান, রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খানম।
তারা অভিযোগ করে বলেন, বিকল্প রাস্তা থাকলেও সেটি ব্যবহার না করে স্কুল মাঠের মধ্য দিয়ে যান চলাচল করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী নিজেরাই রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।