ভালুকায় শহীদ তাফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
৪ আগস্ট সন্ধ্যায় ভালুকার হবিরবাড়ি এলাকায় বষম্য বিরাধী ছাত্র-জনতার এক শান্তিপূর্ন মিছিলে হামলা চালায় আ’লীগের সহযাগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বষম্য বিরাধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া তাফাজ্জল হোসেন হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে শনিবার (২৯ মার্চ) ভালুকার সিডস্টোর বাজারে এক সংবাদ সম্মেলনের আয়াজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও যুবদল কর্মী মোহাম্মদ শরিফ।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শরিফ দাবি করেন, গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকার হবিরবাড়ি এলাকায় বষম্য বিরাধী ছাত্র-জনতার এক শান্তিপূর্ন মিছিলে হামলা চালায় আ’লীগের সহযাগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় তাফাজ্জল হোসেন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তিনি মারা যান। তবে, নিহতের পরিবার হতদরিদ্র হওয়ায় ও ভয়ের কারণে মামলা করতে পারেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে গত ২১ মার্চ তিনি নিজেই ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৩৬/২০২৫)।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শরিফ অভিযোগ করেন, ২৭ মার্চ ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসাসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আ’লীগ নেতা হাজী রফিকুল ইসলামে'র ভাগিনা ও যুবলীগ নেতা মাঃ আবু সাঈদ সরকার বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। মিথ্যা প্রচারণায় বিএনপির ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলামের নামও জড়ানা হয়েছে বলে, তিনি দাবি করেন। প্রকৃতপক্ষে এসবের সাথে বিএনপির কোন নেতা জড়িত নয়।
শরিফ বলন, রাজনৈতিক প্রতিপক্ষের হয়ে  প্রকৃত দোষীদের আড়াল করতেই এ ধরনর অপপ্রচার চালানা হচ্ছে। তিনি আরা জানান, মিথ্যাচারের সমস্ত প্রমাণ তার কাছে রয়েছে এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাজ্জাদুল আলম খান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
০১৬৮০-৩৯৯০১৫

Комментариев нет


News Card Generator