ভালুকায় রহস্যজনক মৃত্যু, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা পুলিশের..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সিডস্টোর বাজার এলাকার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে সাংবাদিকরা ছবি তুলতে গেলে ভালুকা মডেল থানার পুলিশ বাধা দেয় এবং তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করে।..
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন।
 
রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার এলাকার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে সাংবাদিকরা ছবি তুলতে গেলে ভালুকা মডেল থানার পুলিশ বাধা দেয় এবং তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
 
স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন থেকে নিহত সাবিনা আক্তার ও তার স্বামীর মোবাইল ফোন বন্ধ ছিল। সন্দেহবশত স্বজনরা তাদের বাসায় খোঁজ নিতে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ ঘর দেখতে পান। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে বোনজামাই স্বপন মিয়া পালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
 
ভাড়াটিয়া বাসার মালিক আল-আমিন খান নয়ন জানান, “সাবিনা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।”
 
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
কোন মন্তব্য পাওয়া যায়নি