close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকা পৌরসভার ১৫ জনের চোখের অপারেশন সম্পন্ন, তত্ত্বাবধানে মাসুদ চৌধুরী..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আসাদুজ্জামান চৌধুরী বলেন, “আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোও যেন মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। চোখ হলো আলোর জানালা, এ আলো যেন প্রতিটি মানুষ দেখতে পারে-এটাই আমাদের প্রয়াস।”..

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ১৫ জন নারী ও পুরুষের চোখের জটিল অপারেশন সম্পন্ন হয়েছে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতাল এ। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসাসেবা বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন লায়ন্স ক্লাব ঢাকা উত্তরা নর্থ-এর নেতৃবৃন্দ এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন মানবিক গুণাবলীসম্পন্ন সমাজসেবক আসাদুজ্জামান চৌধুরী (মাসুদ)।

রবিবার, ১৩ জুলাই ২০২৫ তারিখে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে রোগীদের চক্ষু অপারেশন সম্পন্ন হয়। এদিন সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন আসাদুজ্জামান চৌধুরী। তিনি প্রত্যেক রোগীর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

লায়ন্স ক্লাব সূত্রে জানা যায়, এ কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের জনগোষ্ঠী উপকৃত হয়েছেন। অপারেশনপ্রাপ্ত একজন রোগী বলেন, ‘অনেকদিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম, চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না। এখন ভালোভাবে দেখতে পারছি, আল্লাহ্ ওনাকে উত্তম প্রতিদান দিন।’

এই ধরনের উদ্যোগ প্রসঙ্গে আসাদুজ্জামান চৌধুরী বলেন, “আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোও যেন মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। চোখ হলো আলোর জানালা, এ আলো যেন প্রতিটি মানুষ দেখতে পারে-এটাই আমাদের প্রয়াস।”

ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব ঢাকা উত্তরা নর্থ এর আগেও বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে চক্ষু চিকিৎসা, খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি ও শিক্ষার্থীদের সহায়তা।

Hiçbir yorum bulunamadı