ভালুকা পৌরসভায় সড়কবাতি ঢেকে ফেলেছে ঝোপঝাড়, তদারকির অভাবে আলোহীন রাত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
গাছের ডালপালা ও ঝোপঝাড়ের কারণে অনেক বাতি ঢেকে গেছে, ফলে রাতের বেলা রাস্তা থাকে অন্ধকারাচ্ছন্ন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: উন্নয়নের জোয়ারে ভাসছে ভালুকা পৌর শহর। নতুন নতুন সড়ক, ড্রেন, ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে প্রতিনিয়ত। কিন্তু শহরের কিছু মৌলিক অবকাঠামো এখনো রয়ে গেছে অবহেলায়, যার অন্যতম উদাহরণ সড়কবাতি ব্যবস্থা।

শহরের বিভিন্ন এলাকায় স্থাপিত সড়কবাতিগুলো এখন আর আলোর ছটা ছড়াতে পারছে না। গাছের ডালপালা ও ঝোপঝাড়ের কারণে অনেক বাতি ঢেকে গেছে, ফলে রাতের বেলা রাস্তা থাকে অন্ধকারাচ্ছন্ন। এতে সাধারণ মানুষ, বিশেষ করে পথচারী ও যানবাহনচালকদের ভোগান্তির শেষ নেই।

এ প্রসঙ্গে ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের খানবাড়ী মোড় এলাকার বাসিন্দা মানিক খান এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, “ভালুকা শহরে মানুষের আনাগোনা বেড়েছে, উন্নয়নের জোয়ার চলছে। কিন্তু তার ভিতরে অনেক কিছুই পড়ে আছে দেখার কেউ নেই। ঐতিহ্যবাহী ভালুকা পৌরসভার সড়কবাতিগুলো নিয়মিত তদারকি করা দরকার। গাছের ঝোপঝাড় কেটে দিলে আলো আবার ছড়াবে। পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।”

স্থানীয়দের অভিযোগ, সড়কবাতি স্থাপনের পর থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে। বিশেষ করে খানবাড়ী এলাকায় বেশিরভাগ বাতি গাছের আড়ালে ঢাকা পড়ে আছে।

পৌরবাসীর দাবি, দ্রুত এসব স্থানে গাছের ডাল ছাঁটাই ও বাতিগুলোর কার্যকারিতা পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হোক। এতে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নিরাপত্তাও নিশ্চিত হবে।

No comments found


News Card Generator