ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কুল্লাব গ্রামে পারিবারিক বিরোধের জেরে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ মে মঙ্গলবার কাজল মিয়া তার নিজ জমি থেকে ধান কেটে হেলাল উদ্দিনের পতিত জমিতে ধানের মোড়া তুলতে গেলে, একই এলাকার হাফিজ উদ্দিন ও তার সহযোগীরা বাধা দেয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে তারা কাজল মিয়া ও তার স্ত্রী মরিয়মকে মারধর করে।
অভিযোগে বলা হয়, মরিয়মের শরীরে বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করা হয় এবং তার গলায় থাকা প্রায় ৭০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে হাফিজ উদ্দিন, আনছারুল হক ও মোছাঃ বেগমের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।