close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে দাতাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা এবং সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চান মিঞা এর ৪০তম মৃত্যুবার্ষিকী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মরহুম হাবিব উল্যাহ এর ৫ম মৃত্যু..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় দুজন মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা এবং সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চান মিঞা এর ৪০তম মৃত্যুবার্ষিকী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মরহুম হাবিব উল্যাহ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজনে বিদ্যালয়ের হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অসংখ্য শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মরহুম আফতাব উদ্দিন চৌধুরী এবং হাবিব উল্যাহ সাহেব ছিলেন জাতির সূর্যসন্তান। তাঁরা ছিলেন শিক্ষাবান্ধব, মানবিক এবং দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা ও উন্নয়নে তাঁদের অবদান অবিস্মরণীয়। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিতেও তাঁদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

বক্তব্য প্রদানকালে তাঁদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের উচিত তাঁদের নীতিকে অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় পরিবার তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জানায়, এ দুই মহৎপ্রাণ ব্যক্তির স্বপ্ন ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনন্ত প্রেরণা হয়ে থাকবে।

لم يتم العثور على تعليقات