close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভালুকা-ময়মনসিংহ বাসপথে হিজড়াদের চাঁদাবাজি ও নৈরাজ্য: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
দীর্ঘদিন ধরে চলা এই নৈরাজ্য এখন যাত্রীদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ আজও দৃশ্যমান নয়।..

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা থেকে ময়মনসিংহগামী বাসযাত্রীদের প্রতিদিনই একটি নির্দিষ্ট ভোগান্তির শিকার হতে হয়: বাসে উঠে হিজড়াদের চাঁদাবাজি, মারমুখো আচরণ ও অপমানজনক গালিগালাজ। দীর্ঘদিন ধরে চলা এই নৈরাজ্য এখন যাত্রীদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ আজও দৃশ্যমান নয়।

বাসে উঠলেই ‘চাঁদা’, না দিলেই ‘শাস্তি’
যাত্রীদের অভিযোগ, বাসে উঠেই কয়েকজন হিজড়া যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় গালাগালি, শারীরিকভাবে হেনস্তা এমনকি হাতাহাতিও। নারী, শিশু, এমনকি বৃদ্ধ যাত্রীরাও রেহাই পান না।

ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, “দিন দিন ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। টাকা না দিলেই ঝগড়া বাধিয়ে দেয়, গালিগালাজ করে, মাঝে মাঝে হাত তোলার উপক্রম হয়। পরিবার নিয়ে যাতায়াত করাটা এখন যেন ভয়ের ব্যাপার।”

আরেকজন জানান, “চাঁদা না দিলে বাস আটকে দেয়, অন্য যাত্রীদের দৃষ্টিতে অপমানজনকভাবে কথা বলে। এমন ঘটনা আমি বারবার দেখেছি, অথচ প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়ে না।”

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার এসব ঘটনার ভিডিও ও অভিযোগ ভাইরাল হয়েছে। কখনো কখনো সাধারণ মানুষ প্রতিবাদ করলেও হিজড়াদের সংঘবদ্ধ আচরণে অনেকেই পিছিয়ে আসেন। বাসচালক ও হেলপাররাও অনেক সময় নিরুপায় অবস্থায় থেকে যান।

একাধিক যাত্রী প্রশ্ন তুলেছেন, "যেখানে রাস্তাঘাটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, সেখানে দিনের পর দিন প্রকাশ্যে এমন চাঁদাবাজি চলতে পারে কীভাবে?"

জনসাধারণ এখন একটি বিষয়েই একমত- পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। হিজড়া সম্প্রদায়ের অধিকার সংরক্ষণের পাশাপাশি সমাজে শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই সংবেদনশীলতা বজায় রেখেই, আইন ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে শক্ত অবস্থান প্রত্যাশা করছে সাধারণ মানুষ।

No comments found


News Card Generator