ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
সজিব আহমেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১১ আগস্ট ২০২৫, সোমবার
ভালুকা (ময়মনসিংহ): গতরাতে ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে একজন জিআর পরোয়ানাভুক্ত, তিনজন ২৯ পিস ইয়াবাসহ এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকাসহ গ্রেপ্তার হন।
এছাড়াও, এক আসামি অপহরণ মামলায়, দুই আসামি রাজনৈতিক মামলায় এবং একজন পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত সকল আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"