close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় ক্রীড়াপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এই ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক, সাফজয়ী জাতীয় দলের নায়ক এবং বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: উদ্দীপনা, প্রতিযোগিতা ও গর্বের এক চিত্র ফুটে উঠলো ভালুকার ক্রীড়াঙ্গনে। হবিরবাড়ী স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে।

এই ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক, সাফজয়ী জাতীয় দলের নায়ক এবং বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। উপস্থিত দর্শকদের উল্লাসে মুখরিত পরিবেশে তিনি খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, আলহাজ্ব মো. শহীদুল ইসলাম, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোস্তাফিজুর রহমান মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরকার, রুহুল আমীন রহুল, সারোয়ার জাহান এমরান, মজিবুর রহমান মজু প্রমুখ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও বিএনপি নেতা নাজমুল আলম সোহাগ, যিনি প্রাঞ্জল উপস্থাপনায় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

প্রতিযোগিতামূলক এ টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় দুটি শক্তিশালী স্থানীয় দল। খেলায় কৌশল, গতি ও দক্ষতার এক অসাধারণ প্রদর্শনী উপহার দেন খেলোয়াড়রা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আমিনুল হক।

তিনি বলেন, “তৃণমূল পর্যায়ের ফুটবল এগিয়ে নিতে এমন আয়োজন সময়ের দাবি। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষক, আজকের এই আয়োজন তাঁর স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং ভালুকাকে ক্রীড়ার উর্বর ভুমি হিসেবে গড়ে তোলা হবে।

Walang nakitang komento