ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭৪ শতাংশ জমি জোরপূর্বক দখল ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব। তিনি এ ঘটনার জন্য ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীকে দায়ী করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ভালুকা উপজেলার ভায়াবহ মৌজার সাবেক ১৩৫ ও হাল ৬২৪ দাগের ৭৪ শতাংশ জমি বৈধ প্রক্রিয়ায় দলিল, খতিয়ান ও হোল্ডিং নম্বরসহ নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রেকর্ডভুক্ত রয়েছে। তিনি দাবি করেন, সম্প্রতি এক নারী ও তার দুই ছেলে জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেছেন।
আসাদ উল্লাহ চৌধুরীর অভিযোগ, “উপজেলা যুবদল সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর ইন্ধনে এই নারী ও তার পরিবার আমাদের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি আমার সম্মানহানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছেন।”
তিনি আরও জানান, এর আগেও উক্ত নারী একটি মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন, যা তিনি তীব্রভাবে প্রতিবাদ করেন।
ভূমি উদ্ধারে প্রশাসনের দ্বারস্থ হয়ে আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব বলেন, “গত ১৩ আগস্ট ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা মডেল থানার ওসির কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আমি চাই, আমার বৈধ কাগজপত্র যাচাই করে আমাকে সুরক্ষা দেওয়া হোক।”
তিনি অভিযোগ করে আরও বলেন, এর আগেও তারেক উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মহলে, এমনকি সেনাবাহিনী ও বিএনপির হাইকমান্ডের কাছেও অভিযোগ করা হয়েছে। তারেক উল্যাহ পূর্বে তার মালিকানাধীন ‘সুপ্রীম এয়ার কন্ডিশন’ প্রজেক্টও জোরপূর্বক দখল করেছিলেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। বৈধ জমি উদ্ধারের পাশাপাশি এই অন্যায়-অবিচারের প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানাই।”