ভালুকায় যৌথ অভিযানে বিদেশি মদ, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ১

পুলক শেখ avatar   
পুলক শেখ
ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী আন্দোলনের আসামি বাহাদুর বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।..

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি: পুলক শেখ
১৪ আগস্ট ২০২৫ । বৃহস্পতিবার

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার আসামি বাহাদুর মিয়া (২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাহাদুর ওই এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ আগস্ট ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী বাহাদুরের বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তার বাসা থেকে ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির জন্য সংগৃহীত নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের পর বাহাদুরকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার নামে শহিদ তোফাজ্জল হত্যা মামলাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।”

উদ্ধারকৃত মদ, অস্ত্র ও নগদ টাকা জব্দ করে ভালুকা মডেল থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃত বাহাদুরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Hiçbir yorum bulunamadı