close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটি গঠন প্রধান সমন্বয়ক আশরাফ উদ্দিন, যুগ্ম সমন্বয়ক মোস্তাফিজুর রহমান..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
তিন মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটিতে আশরাফ উদ্দিন-কে প্রধান সমন্বয়ক এবং মোস্তাফিজুর রহমান-কে যুগ্ম সমন্বয়ক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে ময়মনসিংহের ভালুকা উপজেলার সমন্বয় কমিটি গঠিত হয়েছে। গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

তিন মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটিতে আশরাফ উদ্দিন-কে প্রধান সমন্বয়ক এবং মোস্তাফিজুর রহমান-কে যুগ্ম সমন্বয়ক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন: শাহ আলম, আবুল কাশেম, শরীফ হোসেন, হুমায়ুন কবির, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল খালেক, জুলহাস উদ্দিন, মো. আব্দুর সানি, হাফেজ জুনায়েদ হাসান, সাবিক আল হাসান, মো. ইয়ারিন হোসেন, মো. জিয়াউর রহমান, মো. রফিকুল ইসলাম (রিফাত), মশিউর আরেফিন, মো. মিনহাজ রহমান, মাহফুজ ইমাম হোসাইন, শাহাদাত ইসলাম, গোলাম ফিরোজ উদ্দিন, আবু সালেহ রায়হান, আবুল কাশেম, মো. ওয়াসিম শেখ, ও আবুল মালেক।

কমিটির সদস্যরা জানান, ভালুকায় এনসিপি'র সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দিতে এই আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কমিটি অস্থায়ী এবং তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ও নির্বাচিত কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

কমিটি অনুমোদন করেন এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক আখতার হোসেন ও সদস্য সচিব সামিরুল ইসলাম।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator