ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভা ৫নং ওয়ার্ডের কানার বাজার সংলগ্ন বাইতুল আরহাম জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে শুক্রবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সমাজ ও দেশে অশান্তির মূল কারণ দ্বীন প্রতিষ্ঠা না থাকা। তারা দ্বীনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
জুম্মার নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে কৌশল বিনিময় করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা আমীর জননেতা জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলু।
এসময় তিনি মুসল্লিদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সমাজ ও দেশের সার্বিক কল্যাণে ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।