ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ থেকে পাচ রাস্তার মোড়, গফরগাঁও রোডসহ আশপাশের এলাকাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তিনি ব্যক্তিগতভাবে গাছ ও ব্যারিকেডের ইট সরবরাহ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
ইউএনও বলেন, “এই কাজের জন্য আমরা কোনো সরকারি অর্থ ব্যয় করবো না। আমি চাই, আমরা নিজেরা নিজের এলাকা সাজাই। আমি নিজ উদ্যোগে আমার বেতন থেকে পাঁচটি নাগাচূড়া গাছ এবং গাছ রক্ষায় ব্যবহৃত ব্যারিকেড তৈরির জন্য প্রয়োজনীয় ইট দেবো। আপনারাও আমাদের সাথে অংশ নিন।”
তিনি আরও জানান, “গাছ হিসেবে ক্যাসিয়া জাভানিকা (ক্যাসিয়া), জারুল, কৃষ্ণচূড়া, নাগাচূড়া ও সোনালু গাছ বেছে নেওয়া হয়েছে। এসব গাছ শুধু পরিবেশ নয়, শহরের সৌন্দর্যও বৃদ্ধি করবে। শনিবার পরিচ্ছন্নতা অভিযানের সময় আমরা গাছগুলো রোপণের পরিকল্পনা করেছি।”
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			