ভালুকায় এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে ১০টি কুরআন শরীর বিতরণ ও দোয়া মাফিল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
আশরাফুল উলূম রাহমানিয়া ক্বাওমী মাদ্রাসায় ছাত্রদের মাঝে ১০টি কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাফিল আয়োজন করা হয়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে ১০টি কুরআন শরীর বিতরণ ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দিন আহমেদ নাজিম এর উদ্যোগে উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ড আশরাফুল উলূম রাহমানিয়া ক্বাওমী মাদ্রাসায় ছাত্রদের মাঝে ১০টি কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাফিল আয়োজন করা হয়।

দোয়া মাফিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান এর সুস্থতা ও দীর্ঘ আয়ু নেক হায়াত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় যুবদল নেতা নাজিম উদ্দিন আহমেদ নাজিম বলেন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে ১০টি কুরআন শরিফ বিতরণ করি এবং চেষ্টা করবো বিভিন্ন এতিমখানায় মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন শরিফ দিতে। তিনি বলেন এতিমখানায় মাদ্রাসার প্রত্যেকে এক একটা কুরআনের জান্নাতের পাখি,মধ্যবিত্ত পরিবারের কাছে এই মহৎ কাজের যেন সবাইকে পাশে থেকে সহযোগীতা করার আহব্বান জানান তিনি।

コメントがありません