close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভালুকায় চায়ের দোকানে শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে ইউএনওর উদ্যোগ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি এক বার্তায় বলেন, “আমরা ভালুকাকে সাজাবোই। তার জন্য যত যুদ্ধ করতে হয়, করবো।” দোকানগুলো কোনওভাবেই বিনামূল্যে দেওয়া হচ্ছে না। প্রতিটি দোকানদারকে দুইটি ফুলের টব, একটি ডাস্..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা সদরে অবস্থিত চায়ের দোকানগুলোতে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি এক বার্তায় বলেন, “আমরা ভালুকাকে সাজাবোই। তার জন্য যত যুদ্ধ করতে হয়, করবো।”

উচ্ছেদ অভিযান শেষে পুরনো দোকানিদের মাঝে নতুনভাবে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। ইউএনও স্পষ্ট জানিয়েছেন, "শুধুমাত্র যাদের দোকান উচ্ছেদ করা হয়েছিলো, তারাই নতুন দোকান পাবে। নতুন কাউকে বরাদ্দ দেওয়া হবে না।" বরাদ্দপ্রাপ্তদের ডাটাবেজ আগেই প্রস্তুত করা হয়েছে।

দোকানগুলো কোনওভাবেই বিনামূল্যে দেওয়া হচ্ছে না। প্রতিটি দোকানদারকে দুইটি ফুলের টব, একটি ডাস্টবিন কিনে আনতে হবে এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকারনামা দিতে হবে। এসব শর্ত পূরণ করলেই একজন দোকানদার দোকান চালাতে পারবেন।

ইউএনওর ভাষায়, “মাথার উপর ছেঁড়া পলিথিন বা কাপড় দিয়ে ঢাকা, নোংরা পরিবেশ-এসব বরদাশত করা হবে না। এমন পরিবেশে আমরা চা খাবো না।”

তিনি জানান, এই কার্যক্রমের লক্ষ্য শুধু শহরের সৌন্দর্য নয়, বরং একটি সুস্থ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও। জনগণ যাতে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে চা পান করতে পারে, সেটিই প্রশাসনের মূল উদ্দেশ্য।

সুন্দর, পরিচ্ছন্ন ভালুকার প্রত্যাশায়-এমন বার্তা দিয়েই ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ তার বক্তব্য শেষ করেন।

Geen reacties gevonden