close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মহিলাদলের ম্যাচ অনুষ্ঠিত..

Humayun Ahmed avatar   
Humayun Ahmed
****

 

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন, পৌর ফুটবল টুর্নামেন্টে মহিলা দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদল যথাক্রমে লাল দল বনাম সবুজ দলের  মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোলের ব্যবধানে সবুজ দলকে পরাজিত করে জয় লাভ করে লাল দল। 

 

এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন। 

 

প্রসঙ্গত, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২টিম এবং ৫টি মহিলা টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্তত ৩০টি মাঠ সংস্কার করে সেখানে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্ট বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগনের মাঝে এক বিশাল সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

Комментариев нет