ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: স্মৃতির পাতায় জমে থাকা পুরোনো দিনের গল্প, বন্ধুত্বের উচ্ছ্বাস আর হৃদয়ের টান-এই তিনে মিলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ভালুকায় ১৯৮৩-৮৪ সালের এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। মঙ্গলবার (১০ জুন) বিকেলে ভালুকা পৌর শহরের সেভেন স্টার চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এই মিলনমেলায় অংশ নেন ওই ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন বন্ধুরা। দীর্ঘদিন পর পুরনো মুখগুলো দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। তাদের আলোচনায় উঠে আসে স্কুল জীবনের নানা ঘটনা, স্মৃতি, দুষ্টুমির গল্প আর সেই সময়ের শিক্ষক ও বন্ধুদের কথা। হাস্যরস, আনন্দ আর প্রাণবন্ত আলাপে মিলনমেলা পরিণত হয় এক প্রাণের উৎসবে।
অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন ব্যাচের কয়েকজন শিক্ষার্থী, যারা জানান, জীবনের নানা ব্যস্ততার মাঝেও এমন মিলনমেলা সবাইকে মানসিকভাবে একত্র করে, যা সম্পর্ককে করে আরও গভীর ও দৃঢ়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে, পারিবারিক অংশগ্রহণসহ, মিলনমেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে সবাই মিলে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং স্মৃতিস্মারক ছবি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখেন। অংশগ্রহণকারী বন্ধুরা আগামীতে আরও বড়, আরও বর্ণাঢ্য পুনর্মিলনীর প্রত্যাশা ব্যক্ত করেন এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এই আয়োজন প্রমাণ করে-বন্ধুত্ব কখনো পুরনো হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও মধুর হয়ে ওঠে।



















