ময়মনসিংহের ভালুকায় ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার হবিরবাড়ি লবণকোঠা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়াড়িদের কাছ থেকে খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিরবাড়ি লবণকোঠা গ্রামের (ড্রাইভারপাড়া) মৃত আব্দুল রহমানের ছেলে মোঃ জামাল উদ্দিন (৫০), মৃত আসমত আলী খানের ছেলে সাইদুল ইসলাম (৪০), মৃত মজিদ মিয়ার ছেলে ইসলাইল মিয়া (৩৫), মৃত শামছুদ্দিনের ছেলে জামাল মিয়া (৪০), বুরজুত আলীর ছেলে হিরন মিয়া (৩৫), মৃত রইছ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩০), শুক্কর আলীর ছেলে জয়নাল মিয়া (৪০); ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বেলদুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫৫), একই উপজেলার মিরকাকান্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুজন মিয়া (৫০), জেলার ফুলবাড়িয়া উপজেলার বরকা গ্রামের মৃত এমী মন্ডলের ছেলে ইমামা আলী (৫০) ও ময়মনসিংহ কোতোয়ালী থানার শিকারীকান্দার মৃত আব্দুল খালেকের ছেলে বোরহান মিয়া (৪৯)। এ সময় জুয়াড়িদের কাছ থেকে খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan