close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ভ য়া ব হ দা বা ন লে পু ড় ছে ই স রা ই ল, জে রু জা লে মে যাওয়ার রাস্তা ব ন্ধ!....

Mamun Sorder  avatar   
Mamun Sorder
ইসরাইলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যার ফলে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (২৩ এপ্রিল) ইসরাইলের বেইত শেমেশ শহরের বিভিন্ন অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম ও তীব্..

প্রতিবেদনে জানানো হয়, আগুনের কারণে বেইত শেমেশ এলাকার এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, জেরুজালেমের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সড়ক রুট ৩৮ বন্ধ করে দিয়েছে পুলিশ।

প্রথমে আগুন দেখা দেয় শহরের কেন্দ্রস্থলে মোশাভ তারুমের নিকটে। তবে বাতাসের কারণে তা মুহূর্তেই বিস্তার লাভ করে এবং নিকটবর্তী গ্রাম ও বনাঞ্চল গ্রাস করে নেয়। আগুন নেভাতে গিয়ে বিপদে পড়েছেন উদ্ধারকর্মীরাও। এখন পর্যন্ত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন দমকলকর্মী এবং ২ জন সাধারণ মানুষ।

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ৬টি জেলার থেকে দমকলকর্মীদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) আগুন নেভাতে সহায়তা করছে।

বেইত শেমেশের উত্তরে চলমান দাবানল নেভাতে ১১০টি দমকল ইউনিট, ৮টি বিমান এবং ১টি হেলিকপ্টার অংশ নিচ্ছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছে পরিবেশবিদ ও উদ্ধারকারী সংস্থাগুলো। এদিকে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, যাদের অনেকেই রাতের আঁধারে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator