close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় মেয়ের বাবা রিক্সাচালক শাকিল আহমেদ (৪০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ (১৪জুন) শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। হত্যার অভিযোগে অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও মতি নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিতু একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আনুমানিক ৪টি মামলা রয়েছে। 

 

মেয়ের বাবা রিকশাচালক শাকিল আহমেদ, শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর পুত্র। তিনি ঐ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী তথ্য নিশ্চিত করেন।

 

নিহতের স্বজনরা জানায়, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শাকিলের সাথে বিরোধের সৃষ্টি হয় জিতুর। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। তারই জের ধরে আজ শনিবার বেলা ১২ টায় শাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে। এক পর্যায়ে শাকিল তার বাড়ি থেকে সটকে করতোয়া তার বোনের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে জিতু তার দলবল নিয়ে দুপুরে শাকিলকে তার বোনের বাড়ি থেকে ধরে নিয়ে বেদম মারপিট করে নদীর ঘাটে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টায় মৃত্যুবরণ করেন।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, শাকিলের ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে করতে চায় জিতু। কিন্তু শাকিল বিয়ে প্রত্যাখ্যান করায় তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। ওই দ্বন্দের জের ধরে আজ বেলা ১২ টায় জিতু ৪ থেকে ৫ টি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন গিয়ে শাকিলকে তুলে এনে মারপিট করে। পরে তারা মুমূষু অবস্থায় শাকিলকে ছিনতাইকারী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করেছিলো। পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদের জিম্মায় না নিয়ে, তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তির পর শাকিল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় জিতু ও মতি কে গ্রেফতার করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator