close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বগুড়ায় ডিবির অভিযানে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী   গ্রেফতার   ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

ডিবি, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ১  মাদক ব্যবসায়ী গ্রেফতার। বুধবার ৫ নভেম্বর সকাল ৬.১৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, ডিবি বগুড়ার একটি চৌকস টিম জেলার সদর থানাধীন মাটিডালী বিমান মোড় এলাকার পাকা রাস্তার পূর্ব পাশ্বে আদি মহরম দই এর সামনে পাকা রাস্তা উপরে অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহাবু্দ্দিন বাবু (২৯), পিতা- মোঃ জিয়ারুল, সাং- অন্তপুর ভেল্লীতর, থানা- ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রামকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Nenhum comentário encontrado


News Card Generator