close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়া, র‍্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি বগুড়া সদর উপজেলা এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া মাঠ ফকির পাড়া গ্রামের মোঃ রঞ্জু ইসলামের বসত বাড়িতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার  ২৮শে আগস্ট দিবাগত রাতে, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ একটি চৌকস আভিযানিক দল এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া মাঠ ফকির পাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রঞ্জু ইসলামের বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ রঞ্জু ইসলাম (৩৫), পিতা মোঃ বাদশা জিলাদার, সাং এরুলিয়া (মাঠ ফকির পাড়া), মোঃ শাপলা সরদার (৪৮), পিতা মৃত ছপি সরদার, সাং এরুলিয়া শাহা পাড়া, উভয়ের থানা ও জেলা-বগুড়া। মোঃ মহিউদ্দিন (৩২), পিতা মৃত শামসুল আলাম, সাং দক্ষিণ হাজীপাড়া, থানা ও জেলা-কক্সবাজারগণকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ১টি বাটন মোবাইল, ১টি সিম ও নগদ ৪ হাজার ৩শ ৭০টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।   
 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে, বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
এ ধরণের মাদক উদ্ধার অভিযান ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর বলে জানান।

Hiçbir yorum bulunamadı