close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বগুড়ার শেরপুরে ছাগল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
****

বগুড়ার শেরপুর উপজেলার ছাগল কলা গাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা করায় সজিব হাসান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।
জানা যায়, গত ১৪ আগষ্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) পরিবারের তিনটি ছাগল নিয়ে সকাল ৯টার দিকে গ্রামের বাঙ্গালী নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাসহ ছাগলগুলো নিয়ে সজিব হাসানের বাড়ির পাশে দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল সজিব হাসানের কলা গাছের পাতা খায়। পরে সজিব হাসান ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে এবং দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে বাধা দিতে গেলে দা হাতে নিয়ে জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আল মাহমুদ বাদি হয়ে শেরপুর থানায় একটি ছাগল হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'

没有找到评论