close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বগুড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: চক্রের ২ সদস্য আটক..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বগুড়ায় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩ মে) রাত ১০টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত শহরের বড়গোলা টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য তাহের আলী রঞ্জু ও বাইজিদ আলীকে আটক করা হয়।

 

অভিযানকালে তাদের কাছ থেকে সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী এক ভুক্তভোগী পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়।

 

বগুড়া সদর থানা পুলিশ জানায়, রোববার বগুড়া সেনানিবাসে সৈনিক পদের প্রাথমিক বাছাই পরীক্ষা রয়েছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ ও কাগজপত্র হাতিয়ে নিচ্ছে এমন তথ্য সেনা ক্যাম্পে পৌঁছায়।

 

এরই পরিপ্রেক্ষিতে সেনা সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে বড়গোলা টিনপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে বাইজিদ আলী ও চাকরিপ্রার্থী সাকিব আলীকে আটক করা হয়। সেখান থেকে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে নেওয়া শিক্ষা সনদের মূল কপি, ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

 

পরে বাইজিদের দেওয়া তথ্যমতে শাকপালা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জুকেও আটক করা হয়।

 

পুলিশ জানায়, চক্রটি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে মূল সনদ, চেক ও স্ট্যাম্প নিয়ে রাখত। চাকরি হওয়ার পর ওই প্রার্থীদের কাছ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায় করত। যদিও তাদের নিরাপত্তা বাহিনীর কারো সঙ্গে কোনো ধরনের যোগসূত্র ছিল না। ভুয়া ছবি ও তথ্য দেখিয়ে তারা প্রার্থীদের বিশ্বাস করাত।

 

অভিযান শেষে আটক দুই প্রতারককে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

Nenhum comentário encontrado